২৩ মে ২০২৩ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩২, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৩ মে ২০২৩ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ১২:৪১ পূর্বাহ্ণ

 

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবী বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আগামী ২৩ মে ২০২৩, মঙ্গলবার বেলা ২-৩০ টায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচির স্থান —
২৩ মে ২০২৩, মঙ্গলবার বেলা ২-৩০ টায়=পদযাত্রা (গাবতলীস্থ বাগবাড়ী আইএফআইসি ব্যাংকের সামনে থেকে টেকনিক্যাল ও কল্যাণপুর বাসস্ট্যান্ড হয়ে শ্যামলী শিশু মেলা’র বাম পাশ দিয়ে পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে ৬০ ফিট রাস্তা পর্যন্ত)
পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পদযাত্রা কর্মসূচির স্থান —
২৩ মে ২০২৩, মঙ্গলবার বেলা ২-৩০ টায়=পদযাত্রা (ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিক্যাল থেকে শুরু করে সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সাইন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে পর্যন্ত)
পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়।
ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিকে সফল করার আহবান জানানো হলো।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com