২ কেজি স্বর্ণসহ রাখাইন যুবতী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলায় ২৪টি স্বর্ণের চুড়িসহ উলায়িং রাখাইন নামে যুবতীকে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা। চুড়িগুলোর ওজন প্রায় ২ কেজি। যার মূল্য প্রায় ২ কোটি টাকা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার মরিচ্যা চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু বিজিবির ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
গ্রেপ্তার উলায়িং রাখাইন কক্সবাজার সদর চৌফলদন্ডী ইউনিয়নের উত্তর মগপাড়া এলাকার সুইছিন রাখাইনের মেয়ে।
লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আন্তর্জাতিক চোরাচালানি চক্রের এক সদস্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে। এ সংবাদে উখিয়ার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। বিকেল ৩টার দিকে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে উলায়িং রাখাইনের কাছ থেকে ১ হাজার ৯৯৩ দশমিক ৭০ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। এ সব স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৯৮০ টাকা বলে জানান তিনি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।