​রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গলিতে অগ্নিকাণ্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২১, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

​রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গলিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও হোটেল ভিক্টোরির পাশের গলিতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা ও অফিসের কর্মকর্তারা ছিলেন।

একপর্যায়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মীরা অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। তারা আগুন লাগার কোনা কারণ জানাতে পারেননি। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ