অতীতে যারা ক্ষমতায় ছিল, তাদের নতুন কিছু দেওয়ার নেই’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫০, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অতীতে যারা ক্ষমতায় ছিল, তাদের নতুন কিছু দেওয়ার নেই’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দ্রুত নির্বাচনের দাবি তোলায় বিএনপির কড়া সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বিএনপির সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) বিরোধিতার সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ‘যারা নাকি নির্বাচন করতে অস্থির হয়ে গেছেন, পিআর পছন্দ করছেন না। মানুষ সজাগ হয়েছে। জরিপ করে দেখেন।’

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে চরমোনাই পীর বলেন, অনেকে মনে করছে বড় তালগাছ হয়ে গেছেন। আসলে পায়ের নিচে মাটি নেই। চাঁদাবাজ, দখলকারী, খুনিদের মানুষ দেখতে চায় না। গ্রামে একটা কথা আছে, গোদা পা দিয়ে লাথি মারলে শক্তি থাকে না। এটা জানা হয়ে গেছে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল, তাদের নতুন কিছু দেওয়ার নেই। বিএনপি আওয়ামী লীগকেও নির্বাচনে চায়, এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যারা হাজার মায়ের কোল খালি করেছে, তাদের নির্বাচনের আনার আহ্বান কিসের ইঙ্গিত? মায়েদের কান্না এখনো শেষ হয়নি। আর তাদের নিয়ে এসে ক্ষমতা দখল করবেন। ভারতের দোসরদের খুশি করবেন!

সংখ্যানুপাতিক পদ্ধতিতেই নির্বাচন হবে হুঁশিয়ারি দিয়ে বিএনপির উদ্দেশে তিনি বলেন, আবার আপনারা এককভাবে ক্ষমতায় গিয়ে আমাদের ওপর স্টিম রোলার চালাবেন, তা হবে না। দেশের টাকা পাচার করবেন, বিদেশে বেগমপাড়া করবেন, মানুষ আর তা দেখতে চায় না। প্রয়োজনে আবার রক্ত দেব।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রেজাউল করীম বলেন, অভ্যুত্থানের হাজারো প্রাণের বিনিময়ে ক্ষমতায় বসেছেন। কিন্তু আপনাদের কাজকর্মগুলো অনেকাংশে প্রশ্নবিদ্ধ। তা দেখে দুঃখ হয়।

সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষের সংসদ এবং নিম্নকক্ষে নারীদের জন্য ১০০ আসন সংরক্ষণের সুপারিশ করেছে। এর বিরোধিতা করে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, আসন কম-বেশি হোক সংখ্যানুপাতিক নির্বাচন হতে হবে। কোটার বিরুদ্ধে আন্দোলনের পর নারীদের জন্য কোটা রাখা যাবে না।

তিনি বলেন, যারা সংস্কারে বাধা সৃষ্টি করেছেন, তারা ১৬ বছর কোথায় ছিলেন? রাখঢাক না রেখেই বলব, বিএনপি কোথায় ছিল? প্রতিবার ঈদের পর আন্দোলন হবে বলেছেন। কিছু করতে পারেনি। ছাত্র-জনতা আন্দোলনে যে অর্জন হয়েছে, তা ধ্বংসের চক্রান্ত করছেন। ৫ আগস্টের পরও চাঁদাবাজি দখলবাজি চলছে। যারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, জনগণ তাদের আর ক্ষমতায় চায় না।

আতিকুর রহমান মুজাহিদকে যুব আন্দোলনের সভাপতি ও মানসুর আহমেদ সাকিকে সেক্রেটারি জেনারেল ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম।

যুব আন্দোলনের সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ