অধিকারের লড়াই করলেই আপনি বেপরোয়া’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪২, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অধিকারের লড়াই করলেই আপনি বেপরোয়া’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সমসাময়িক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি। সম্প্রতি নারীদের নিয়ে একটি প্রতিবাদী পোস্ট করেন এই অভিনেত্রী। তিনি লিখেন, আপনি নারী, যদি আপনার একটি বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠ থাকে তাহলে আপনাকে শুনতে হবে বাজারী মেয়ে। আপনি নারী, আপনি স্বাধীনভাবে কাজ করেন, আপনি আত্মনির্ভরশীল, অবশ্যই আপনার চরিত্র নিয়ে সংশয় আছে। আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, পুরুষতান্ত্রিক সমাজে কতিপয় কিছু মহাপুরুষের ভুল ধরিয়ে দেয়ার চেষ্টা করেন। তাহলে শুনতে হবে, কত্ত বড় ঔদ্ধত্য আপনার, কতো বড় মিথ্যাচারী, ছলনাময়ী আপনি। আপনার প্রেম কিংবা বিবাহ বিচ্ছেদ হয়েছে, অবশ্যই দোষটা আপনারই বেশি। যদি আপনি আপনার অধিকার আর সম্মানের জন্য লড়াই করেন, আপনি অবশ্যই একজন বেপরোয়া। পোস্টের শেষে তিনি লিখেন, আর আপনি যদি আপনার বিবেকবুদ্ধি, আত্মসম্মান, বলিষ্ঠ কণ্ঠস্বর, ন্যায়-অন্যায় বোধ সব সিন্দুকে তুলে রেখে কোনো মহাপুরুষের পায়ে নিজেকে অর্পণ করতে পারেন, তখনই আপনি আদর্শ নারী। এই সমাজ শুধু আপন মা, বোন আর মেয়েকেই মানুষ হিসেবে দেখে।ফেসবুক থেকে নেয়া

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com