অধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগণ ঘরে ফিরবে না : ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৮, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগণ ঘরে ফিরবে না : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ

 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। অধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগণ ঘরে ফিরে যাবে না।’

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ-সহ নির্দলীয় সরকারের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের দেশব্যাপী ৭২ ঘণ্টা সর্বাত্মক সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচির সমর্থনে প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ লেবার পার্টি।

মিছিলটি পল্টন মোড় থেকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে পুরানা পল্টন, হাউজ বিল্ডিং, বায়তুল মোকাররম, ক্রীড়া পরিষদ হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

সমাবেশে ডা. ইরান বলেন, ‘ভোটারবিহীন সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করেছে। তারা জনগণের ভয়ে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথে নেমে আসায় তারা পরিকল্পিতভাবে সহিংস ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিরোধী শক্তিকে প্রতিহত করতে চায়।

তিনি আগামী বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণভাবে রেলপথ, সড়কপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি সফল করতে জনগণকে সাথে নিয়ে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ-সম্পাদক রাসেল সিকদার, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন ও দফতর সম্পাদক মো: শামিম হোসেন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ