অধিনায়কত্ব করবেন না তামিম – জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫২, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অধিনায়কত্ব করবেন না তামিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল খান। গত ৩১ জুলাই ইংল্যান্ডে মেরুদন্ডের চিকিৎসা শেষে দেশে ফিরেন তামিম। এরপরই বোর্ডের সাথে নিজের পরিকল্পনার কথা জানাতে বৈঠকে বসার কথা ছিলো বাঁহাতি ওপেনারের। অবশেষে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে অধিনায়ক হিসেবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এশিয়া কাপের সময়ে রিহ্যাবে থাকবেন তামিম। ফিট সাপেক্ষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দেখা যেতে পারে তামিমকে। তবে দলে ফিরলে শুধু ওপেনার হিসেবে দেখা যাবে বাঁহাতি এই ব্যাটারকে। তামিমের সাথে আলোচনা করেই এশিয়া কাপ দল নির্বাচনে এগোতে চায় বিসিবি। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার আলোচনা শেষে নিজেদের সিদ্ধান্তে পৌছালো বোর্ড এবং তামিম ইকবাল।

কথা ছিলো ভারত বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিবেন তামিম ইকবাল। কিন্তু পুরোনো ইনজুরি মাথাচড়া দিয়ে উঠায় মাঠের ক্রিকেট থেকেই দূরে থাকতে হচ্ছে ওয়ানডে কাপ্তানকে। পিঠের ব্যথার চিকিৎসা নিতে ইংল্যান্ডে যাওয়ার আগে তামিম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন নিজের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে।

সিদ্ধান্ত জানিয়ে জালাল ইউনুস জানান, তাকে বলা হয়েছে দুই সপ্তাহ কমপ্লিট রেস্ট। কালকে পর্যন্ত এক সপ্তাহ। এরপর আরও এক সপ্তাহ আছে। এখানে ছোটখাট রিহ্যাব করতে বলা হয়েছে। ছোট খাট কিছু অনুশীলন এরকম। এখানের পর আরও দুই সপ্তাহ তাকে প্রপার নেটে অনুশীলন করার মতো ফিট হতে লাগবে। ওই সময়ে তো আমাদের দল এশিয়া কাপে চলে যাবে।

তিনি আরও জানান, বিসিবি প্রধান থেকে শুরু করে চিকিৎসক সবাই একমত হয়েছে যে তামিমকে এশিয়া কাপে খেলানো সম্ভব হচ্ছে না। তামিম যেহেতু এশিয়া কাপে থাকছে না তামিম তাই অধিনায়কও থাকছে না। আমি আশা করি নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম ফিট হয়ে উঠবে। এবং বিশ্বকাপেও তাকে খেলানোর জন্য তাকে সবধরনের সহযোগীতা করা হবে।

সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফেরেন তামিম। ব্যথা প্রশমনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের শরীরে পুশ করা হয় দুটি ইনজেকশন। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। সামনের ব্যস্ত সূচির ধকল তামিম কতটা নিতে পারবেন, সেটি নির্ভর করছে মেডিকেল বিভাগের রিপোর্টের উপর। তামিম নিজে সামনের কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সেটিও নিশ্চিত করেই উঠে আসবে আলোচনায়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ