অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি সমমনা সাংবাদিক ফোরামের – জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৬, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি সমমনা সাংবাদিক ফোরামের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

 

একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিনের গ্রামের বাড়িতে ভাঙচুর পরবর্তী অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ভিত্তিক সংগঠন সমমনা সাংবাদিক ফোরামের আয়োজনে বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তরা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী বলেন, ‘যখনই যে শাসকগোষ্ঠী থাকুক না কেন সাংবাদিকদের ক্ষেত্রে তাদের আচরণ অভিন্ন।’

বাগেরহাটের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যে সকল সাংবাদিকদের উপরে হামলা মামলা হয়েছে তার বিচারেরও দাবি করেন জানান তিনি।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, ‘সাংবাদিকদের সকল বিপদে আমরা পাশে আছি। যারা নাদিয়া শারমিনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সাব এডিটরস কাউন্সিলের সাবেক নির্বাহী পরিষদ সদস্য মো. শহীদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম রেজা, টিসিএ এর সভাপতি মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক হাসান কাজল, সিনিয়র সাংবাদিক আশিষ কুমার দে, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা, সাব এডিটরস কাউন্সিলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল খান, সাংবাদিক নেতা রফিকুল ইসলাম সুজন, ডিইউজের দৈনিক করতোয়া ইউনিটের ডেপুটি ইউনিট চীফ মিজানুর রহমান, স্বাধীন বাংলা সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য কলিমুল্লাহ নয়ন, বিটিভির সিনিয়ার সাংবাদিক মাসুদ রানা, গ্লোবাল টিভির ইমরানুল আজিম চৌধুরী, ঢাকা পোষ্টের মুসা মল্লিক, সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মিঠুন সরকার, সারা বাংলার চীফ রিপোর্টার উজ্জ্বল জিসান, এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার রাকিব মানিক, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম ইমন, ডিবিসির নিউজ রুম এডিটর নিয়াজ মোর্শেদ, ব্রেকিংনিউ‌জের স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ইহসান বিন দিদার, ফটো সাংবা‌দিক সা‌লেকুজ্জামান রা‌জিব, মুখপাত্রের বিশেষ প্রতিনিধি এস. এম রাসেল আহমেদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com