অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি জামায়াতের ডাকা অবরোধকে সমর্থন করে রাজধানীর খিলগাঁও এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রদল। মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করে অবস্থান নিতে দেখা গেছে ছাত্র সংগঠনের এই নেতাকর্মীদের।
এ বিক্ষোভের নেতৃত্বে দিয়েছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির।
বিক্ষোভে অংশ নেন ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল আরিফ, আব্দুস সাত্তার পিয়াস, মো: মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহ-সাংগঠনিক ইমরান নওশাদ ও সদস্য মো: শাহেদ হাসান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: হুমায়ন কবির, যুগ্ম আহবায়ক সোহাগ ভূইয়া, ইফতেখার উদ্দিন ফয়সাল, কাজী ইকবাল হোসেন শিখর, আনোয়ার হোসেন বাপ্পি, আল আমিন, আব্দুর রাজীব ও সদস্য মনিরুজ্জামান টিটু এবং রাফাত জামান গাফ্ফার আহবায়ক, সবুজবাগ থানাসহ বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিএনপি। তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন আজ।
জনতার আওয়াজ/আ আ
