অমর একুশে বই মেলায় নজরুল বাঙালীর চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হলো
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

‘হৃদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ‘স্মৃতিতে অম্লান শেখ রাসেল’ বাংলার ভাগ্যাকাশে অগ্নিকন্যা শেখ হাসিনা’নব জাগরণ’।বইয়ের মোড়ক উন্মোচন করে বক্তব্য রাখেন মাননীয় বিচারপতি এস এম মুজিবুর রহমান, বইয়ের লেখক নজরুল বাঙালী,পীরজাদা শহীদুল হারুন,কবি ও ছড়াকার আসলাম সানি, কবি মাহামুদুল হাসান নিজামী,জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, কবি মোস্তাফিজুর রহমান, কবি হাসিনা মমতাজ, কবি সেলিনা আক্তার, লেখক হামিদা খানম।
অনুষ্ঠান পরিচালনা করেন মো.মন্জুর হোসেন ঈসা।
১৫ফেব্রুয়ারি বুধবার বিকালে অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচন মঞ্চে বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন,নজরুল বাঙালী মেধা মননে,শিক্ষা সংস্কৃতিতে বহুমূখী প্রতিভার অধিকারী একজন প্রতিশ্রুতিশীল কবি ও লেখক। তিনি সরকারি চাকুরীজিবী হয়েও সাহিত্য সংস্কৃতির অঙ্গনে যে ভূমিকা রাখছেন তা সত্যি প্রসংশার দাবি রাখে।তার নিজ গ্রামে কবিভবন করে ইতিহাস সৃষ্টি করেছেন।
এর আগে মাননীয় বিচারপতি এস এম মুজিবুর রহমান হামিদা খানম এর ‘সাফল্য অর্জন ‘বীর মুক্তিযোদ্ধা কাপ্তান নূর এর মুক্তিযুদ্ধে বেদনাবিধূর কাহিনি ‘ধর্ষক কে?’৭১এর কোন সে পাকি জেনারেল?। এবং রেহানা উর্মি এর ‘তিয়াষীত হৃদয়’ ৩ টি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
জনতার আওয়াজ/আ আ
