অসুস্থ জনতার আওয়াজ সম্পাদকের খোঁজ খবর নিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা ও কমিনিউনিটি ব্যক্তিত্বরা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৭, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসুস্থ জনতার আওয়াজ সম্পাদকের খোঁজ খবর নিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা ও কমিনিউনিটি ব্যক্তিত্বরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি, ১৯ জানুয়ারি ২০২৫: বিগত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল “জনতার আওয়াজ”-এর সম্পাদক ডা. আব্দুল আজিজ।
যুক্তরাজ্যের পোর্টসমাউথে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ছুটে যান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও রাজনৈতিক বিশ্লেষক মোখলেসুর রহমান চোধুরী। লন্ডন থেকে জনাব চৌধুরীর সফরসঙ্গী ছিলেন জনতার আওয়াজ নিউজ পোর্টালের উপদেষ্টা সম্পাদক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও “অবরুদ্ধ বাংলাদেশ” এবং একটি ভোরের প্রতীক্ষায় বইয়ের লেখক সায়েক এম রহমান, বিশিষ্ট রাজনীতিক ও কলামিস্ট উপস্থাপক রাখেশ রহমান, ও বিশিষ্ট কমিনিউনিটি ব্যক্তিত্ব ও ব্রিটিশ বাংলা ডাইরেক্টরি এডিটর শামীম জামান সহ সমাজের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক ও সুধী সমাজ।

এসময় সাবেক মন্ত্রী ও সুধীজন “জনতার আওয়াজ”-এর সম্পাদক ডা: আব্দুল আজিজের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সম্পাদক ডা: আব্দুল আজিজের লেখালিখিতে জাগরণ সৃষ্টি হয়েছিল। তাকে দেশের মানুষ সহজেই কাছে পেয়েছে। দেশ ও জাতির জন্য তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

এসময় আব্দুল আজিজও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ