আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১২, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১২, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ

একাদশে নেই পরিবর্তনের আভাস, আজ শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা টাইগারদের। সিরিজের প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত পারফর্ম করতে না পারায় আরো একটা সুযোগ পেতে যাচ্ছেন সবাই। তবে কোনো চোট না থাকায় সম্ভাব্য সেরা দলটাই পাচ্ছেন হাথুরুসিংহে।
আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। লড়াই শুরু বিকেল ৩:৪৫ টায়। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুই দলের সামনেই রয়েছে এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ।
গত ৯ মে একই মাঠে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল দুই দল। সেই ম্যাচে ফলাফল না আসলেও পুরো ইনিংস ব্যাট করতে পেরেছিল টাইগাররা। তবে আশানুরূপ পারফর্ম করতে পারেননি মুশফিকুর রহিম ছাড়া বাকিরা। সবাই ভালো শুরু করেছিলেন বটে, তবে ইনিংস বড় করতে পারেননি। ফলে বিষয়টা নিয়ে বেশ ভাবনায় টাইগার ক্রিকেট ম্যানেজমেন্ট।
যেই ভাবনা থেকে মুক্তি দিতে এই ম্যাচের বিকল্প নাই। সেই সাথে টপ অর্ডারের দায়িত্বশীলতাও বাড়াতে হবে। ছয় ব্যাটার আর পাঁচ বোলার নিয়ে খেলায় টপ অর্ডারের কাউকে জ্বলে উঠতেই হবে। বিশেষ করে ছন্দ হারানো তামিম ইকবালের সামনে সুযোগ সব সমালোচনা চাপা দেয়ার।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
জনতার আওয়াজ/আ আ
