আড়াইহাজারে এমপি বাবুর নেতৃত্বে অবরোধ বিরোধী বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে মিছিল হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি, পাঁচরুখী, ছনপাড়া, পুরিন্দা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় নজরুল ইসলাম বাবু বলেন, অবরোধের নামে মহাসড়কে কোনো নাশকতা নৈরাজ্য বিএনপি-জামায়াতকে করতে দেওয়া হবে না। নাশকতা রোধে আমাদের এই অবস্থান ও মিছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করব।
তিনি আরও বলেন, উন্নয়নের রূপকার শেখ হাসিনার সাজানো শৃঙ্খল দেশকে চক্রান্ত করে অশান্ত করতে চাচ্ছে জামায়েত-বিএনপি। তবে শরীরে এক বিন্দু রক্ত থাকতে আড়াইহাজার উপজেলায় কাউকে কোনো অরাজকতা করতে দেব না। কেউ চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
প্রসঙ্গত : মঙ্গলবার সকালে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় বিএনপির নেতাকর্মী ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি ভাংচুর করে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে পুলিশ-বিএনপি নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার (১ নভেম্বর) সকালে সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ
