আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা – জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৯, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার ডিফেন্ডার আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল ।

২০১৩ সালের ৫ মে হেফাজতের কর্মসূচিতে ঢাকার শাপলা চত্ত্বরের গণহত্যার বিষয়ে অনুসন্ধান ও প্রতিবেদন প্রকাশের কারণে অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানকে ২ বছরের কারাদণ্ড দিয়ে সরকার প্রমান করেছে মানবাধিকারে বিশ্বাস করে না এই সরকার।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মোঃ রায়হান উদ্দিন ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ,প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে আদিলুর রহমান খানের বিরুদ্ধে এই ফরমায়েশি রায় প্রত্যাহার করে তাকে নি:শর্ত মুক্তির দাবি জানান। আন্তর্জাতিক মানবধিকার সংগঠণ ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল
সবসময় মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে যে কোনো অন্যায় অবিচার এর প্রতিবাদ অব্যাহত রাখবে।

Fight for Rights international.
human rights
freedom of Bangladesh

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ