আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২২, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ

 

আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্য যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার নব অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেত্রী তাহসিনা রুশদির লুনা।

এক প্রেস বার্তায় সাবেক ছাত্রনেত্রী এবং বিএনপির নিখোঁজ সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদির লুনা আফজাল হোসেনের পাশাপাশি আংশিক পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সকল নেতৃবৃন্দকেও অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামী প্রজন্মের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেভাবে দিন রাত পরিশ্রম করে সারাদেশ জুড়ে বিএনপি ও এর প্রত্যেকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের শক্তিশালী কমিটি গঠন করছেন তারই ধারবাহিকতায় যুক্তরাজ্য যুবদলেরও কমিটি অনুমোদন করা হয়েছে তাই যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত সভাপতি আফজাল হোসেন দীর্ঘদিন সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে যুক্তরাজ্য যুবদলকে অতীতের ধারবাহিকতায় আরো বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে সক্ষম হবে।

উল্লেখ্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আফজাল হোসেন স্কুল জীবন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি শুরু করে বিশ্বনাথ থানা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য,থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক,সিলেট জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য,জেলা জাসাসের প্রচার ও প্রকাশনা সম্পাদক সহ পরবর্তীতে বৃটেনে এসে যুক্তরাজ্য যুবদলের দুবার আহবায়ক কমিটির সদস্য,যুগ্ম সম্পাদক ও পরবর্তীতে সাধারণ সম্পাদক থেকেই বর্তমানে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি সুলতান সালাউদ্দিন টুকু ও আব্দুল মুনায়েম মুন্নার নেতৃত্বে কেন্দ্রীয় যুবদল সাবেক কমিটির সদস্য ছিলেন।

পাশাপাশি জননেতা এম ইলিয়াস আলী গুমের পর তিনি ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ ইউকের সদস্য সচিব ও যুক্তরাজ্য বিএনপির কমিটিতে সাবেক সহ যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং দেশে থাকাকালীন সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করায় অনেকবার কারাবরণ করেছিলেন তাই তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের আশীর্বাদপুস্ট হয়ে বর্তমানে যুক্তরাজ্য যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ