আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম আরব আমিরাতের শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

এম এনাম হোসেন, ইউএই
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর চট্টলার কৃতি সন্তান, বাংলাদেশের প্রগতিশীল নেতাদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এনাম হোসেন উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাকালিন সময় থেকে দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন দল অন্তঃপ্রাণ নেতা।
দেশের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার অবদান দেশ, জাতি ও দল চিরদিন মনে রাখবে। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। তার কর্মের মধ্যে দিয়ে তিনি নেতা কর্মীদের কাছে অমর হয়ে থাকবেন।
তিনি আরো উল্লেখ করেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আব্দুল্লাহ আল নোমান জাতীয় সংসদে তিন বার সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন। রাজনৈতিক যাত্রা শুরু সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতির পাশাপাশি বাংলাদেশের সামাজিক, শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্য প্রতিষ্ঠান কেন্দ্রিক অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন প্রগতিশীল দেশপ্রেমিক নেতা এবং সাহসী সমাজ সংস্কারক, একাত্তর রণাঙ্গণের মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী দল এক ত্যাগী, সাহসী, সংগ্রামী সজ্জন ও বর্ণাঢ্য রাজনীতিবিদকে হারালো।
তার মৃত্যুতে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জনতার আওয়াজ/আ আ
