আমরা উইন খরমু ইনশাআল্লাহ : হামজা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
প্রস্তুতিটা আরো আগের। আর গতকাল সকাল থেকেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাভক্ত ফুটবলপ্রেমী ও উৎসুক জনতার ভিড়। সবার অপেক্ষা কখন ম্যানচেস্টার থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে বের হয়ে তাদের সামনে আসবেন হামজা। শেষ পর্যন্ত হামজাকে দেখার পরপরই আনন্দের জোয়ার বয়ে যায় ফুটবলপ্রেমীদের মধ্যে। প্রতীক্ষার অবসান হতেই ভক্তদের মুখে স্লোগান ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা, হামজা দ্য কিং’ ইত্যাদি। স্লোগানে মুখরিত হয়ে ওঠে এয়ারপোর্ট প্রাঙ্গণ। সাথে লাল-সবুজ স্মোক ফ্লেয়ার উড়িয়ে এই তারকা ফুটবলারকে বরণ করে নেয় শত শত সমর্থক। তাদের সাথে একঝলক দেখা করে আবারো টার্মিনালের ভেতর ঢোকেন হামজা। ভিড় ঠেলে পরিবার নিয়ে বের হওয়ার অবস্থা ছিল না এয়ারপোর্টের বাইরে। সিলেট বিমানবন্দরে হাজারো ভক্তের ভিড়ের মধ্যেই সাংবাদিকদের হামজা বললেন, ‘দেশে ফিরে ভালো লাগছে, আমি খুব রোমাঞ্চিত। আমার হৃদয় পরিপূর্ণ। (ভারতের বিপক্ষে) ইনশাআল্লাহ আমরা জিতব। সিলেটের আঞ্চলিক ভাষায় হামজা বলেন, ‘আমরা উইন খরমু ইনশাআল্লাহ।’ যোগ করেন, ‘বাংলাদেশকে নিয়ে কোচ হাভিয়েরের সাথে বড় স্বপ্ন আছে আমার। ইনশাআল্লাহ আমরা জিতে উন্নতি করতে পারব।’
বিমানবন্দরে সংবাদকর্মী, হামজা চৌধুরীর ভক্ত, পুলিশ প্রশাসনের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা যায়। হামজাকে নিয়ে টিভিতে লাইভ প্রতিযোগিতায় বিমানবন্দর গেটে অবস্থান নেন সাংবাদিকরা, অন্যদিকে হামজার ভক্ত-সর্মথকরা ফুল নিয়ে অবস্থান করেন। এই দুই দলের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হয়ে পুলিশ বাহিনীকে।
মিডিয়ার সাথে কথা বলার পর আধ ঘণ্টার ভেতরই বিমানবন্দর ছেড়ে নিজ গ্রামের উদ্দেশে রওনা হন হামজা। আজ বাকিটা সময় হবিগঞ্জের স্নানঘাট গ্রামেই কাটাবেন তিনি। হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী বলেন, ‘আজ আমার জন্য অত্যন্ত গর্বের দিন। খুব ভালো লাগা কাজ করছে।’
বাংলাদেশের এই তারকা খেলোয়াড় সিলেটের গৌরব দেওয়ান হামজা চৌধুরী সুদূর যুক্তরাজ্য থেকে স্ত্রী ও বাচ্চাদের নিয়ে এই প্রথম পা রাখেন মাতৃভূমিতে। আগে তিনি একা এসেছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ১২টা ৩৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হোন হামজা চৌধুরী।
এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ার কাবরেরার দল।
এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে এই ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিলংয়ের মাটিতে এই ম্যাচ জিতলে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার পথে বেশ এগিয়ে যাবে লাল-সবুজরা। হামজার অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ দলের ক্যাম্পে এখন ৫ প্রবাসী ফুটবলারের উপস্থিতি। বাকিরা হলেন জামাল ভূঁইয়া, তারিক কাজী, সৈয়দ শাহ কাজেম কিরমানী ও ফাহামিদুল ইসলাম।
জনতার আওয়াজ/আ আ
