আমরা বিএনপি পরিবার' এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিক উৎযাপিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা বিএনপি পরিবার’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিক উৎযাপিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে— সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন— বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমারা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান।
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আজ রবিবার, সন্ধ্যা ৭টায় (২৩ মার্চ ২০২৫) এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘আমারা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, উপদেষ্টা ও দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা ও দলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা ও বিএনপি নেতা মোঃ আবুল কাশেম ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য নাজমুল হাসান প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ আলোচনা সভাটি পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন— বিএনপি’র সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শহাদত হোসেন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর গণমাধ্যম সমন্বয়ক জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ্।▫️

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ