আমরা বেশিদিন নেই, চোরদের নির্বাচিত করবেন না’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি
‘হয়তো আমরা আর বেশি দিন নেই। কিন্তু এই চোরদের আর নির্বাচিত করবেন না’ বলে মন্তব্য করেছেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (১৮ জানুয়ারি) ভোলার মনপুরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মনপুরা রামনওয়াজ লঞ্চ ঘাট পরিদর্শন করেন।
এম সাখাওয়াত বলেন, আপনারা সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এ দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এ টাকাগুলো থাকলে দেশ অনেক উন্নত হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে, ওদের রক্তের সঙ্গে মিশে গেছে।
তিনি বলেন, বর্তমানে ১০০ টাকার জিনিস ২০০ -৩০০ টাকায় কিনতে হয়। এখন আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন, কাকে দিয়ে আপনাদের উপকার হবে।
এ সময় ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওসান কবির হোসেন।
জনতার আওয়াজ/আ আ
