আমার অধিকার আমি ছাড়বো কেনো? - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪২, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমার অধিকার আমি ছাড়বো কেনো?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১২, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১২, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আলোচিত মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ ভালোবেসে গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেছিলেন। ২০২১ সালের ১ ডিসেম্বর তাদের বিবাহ সম্পন্ন হয়। তবে এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন দেখা দেয়।

ইলিয়াসের নামে একের পর এক অভিযোগ সামনে আনেন সুবাহ। এখানেই থামেননি, ইলিয়াসের নামে মামলাও করেন নবাগত এই নায়িকা। এক পর্যায়ে সুবাহর নামে পাল্টা মামলা করেন ইলিয়াস। যা চলমান রয়েছে।

এমন সময়ে বৃহস্পতিবার (১০ মার্চ) ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন সুবাহ। সেখানে তিনি বলেন, ইসলামী শরিয়ত অনুযায়ী তার স্বামীর উচিত দেনমোহর শোধ করে দেওয়া। একটা মেয়ে তার স্বামীর কাছে যখন দেনমোহর চাইবে তখন তার স্বামী তা দিতে বাধিত থাকবে। আর যদি সে না দেয় তবে তার জন্য আইন আছে।

ইলিয়াস ও তার চলমান ইস্যু টেনে সুবাহ বলেন, আমার অধিকার আমি ছাড়বো কেনো? মামলা দিয়েছি সেটা আলাদা বিষয় আর দেনমোহর আলাদা। আমার দেনমোহর আমি পাই সেটা আমাকে দিয়ে দেবে। এটা নিয়ে এতো নাটকের কিছু নাই। আমার হক আমি আদায় করবো। এটার জন্য যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়বো।

এর আগে আরেকটি স্টাটাসে সুবাহ লেখেন, ‘শুধু হালি হালি বিয়ে করা শিখেছ, ফেসবুকে নেতাদের সঙ্গে সেলফি তুলে শো অফ আর ধান্দা করা শিখেছ! দেনমোহর শোধ করা শেখো নাই? বউয়ের দায়িত্ব নেওয়া শেখো নাই… আফসোস!’

‘বসন্ত বিকেল’ সিনেমার নায়িকা আরও লেখেন, ‘এটা তোমার ব্যর্থতা না, তোমার বাপ-মায়ের ব্যর্থতা। তাদের ছেলেকে মেয়েদের জীবন নষ্ট করতে শিখিয়েছে, দায়িত্ব নিতে শেখায়নি। সমস্যা নেই তোমাকে সময়ই ইনশাআল্লাহ শিক্ষা দিবে, যেন পরে কাউকে বিয়ে আগে দায়িত্ব নিয়ে দেনমোহর পরিশোধ করে হালি হালি বিয়ে করতে পারো।’

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ