আমিরাতের ফুজিরাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন – জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১৮, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমিরাতের ফুজিরাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ

 

সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম. এনাম হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে দেশবাসী চুড়ান্ত বিজয় লাভ করবে। গনতন্ত্র পূনরুদ্ধার করতে অবৈধ সরকারের বিরুদ্ধে গড়ে উঠা আন্দোলনে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ফুজিরা প্রাদেশিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কথিত রায় প্রদান করে সোস্যাল মিডিয়া থেকে তারেক রহমানের বক্তব্য সরানো গেলে ও জনতার হৃদয়ে গেঁথে যাওয়া দেশবাসীর প্রতিবাদী কন্ঠস্বর তারেক রহমানকে কখনো সরানো সম্ভব নয়। তারেক রহমান মানেই নিষ্পেষিত লক্ষ কোটি মানুষের প্রতিবাদী প্রতিধ্বনি। সুতরাং তার নেতৃত্বে
সকল ষড়যন্ত্রের জাল ছিঁড়ে অচিরেই বাংলার মাটিতে গনতন্ত্র ফিরে পাবে এই দেশের জনতা‌।

১লা সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় জিদ্দা প্লাজা হোটেল হলরুমে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ফুজিরা প্রাদেশিক শাখার সহ-সভাপতি মুহাম্মদ জাফর চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন ফুজিরা মহানগর বিএনপির সভাপতি কাউছার আহমেদ, সহ সভাপতি শাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম দুবাইয়ের সহ সভাপতি মুহাম্মদ দিদারুল হক কাদের।

এতে বক্তব্য রাখেন, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ফুজিরা প্রাদেশিক শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম,সাইফুল ইসলাম, মুহাম্মদ সাঈদ, মুহাম্মদ দেলোয়ার, খায়ের আহমেদ, মুহাম্মদ লিটন, মুহাম্মদ করিম, মুহাম্মদ মুরাদ, মুহাম্মদ দুলাল, সুফিয়ান, হাসান, মোরশেদ ও রাব্বি প্রমুখ। এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আহমেদ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ