আমিরাতে জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন জামালপুরের মোস্তফা আল মোমিন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩১, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমিরাতে জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন জামালপুরের মোস্তফা আল মোমিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

 

এম এনাম হোসেন, আরব আমিরাত থেকে

সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি তরুণ মোস্তফা আল মোমিন।
এনার্জি ক্যাটাগরিতে বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক হালকা গাড়ি উদ্ভাবনের জন্য তার প্রতিষ্ঠান ‘পালকি মোটরস’ এক মিলিয়ন ডলার মূল্যের সম্মানজনক এ পুরস্কারের জন্য মনোনীত হয়।
সম্প্রতি আবুধাবিতে ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে দেশটির মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছ থেকে পুরস্কার নেন মোমিন।

বিশ্বের ১৫১ দেশের মধ্যে প্রতিযোগিতায় টিকে ‘এনার্জি ক্যাটাগরি’-তে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে পালকি মোটরস। নাইজেরিয়া ও বেলজিয়ামের মতো দেশকে পেছনে ফেলে এই সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

জামালপুরে জন্ম নেওয়া ৩৫ বছর বয়সী মোমিন পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। বিশ্বের ১৫১টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বেলজিয়াম ও নাইজেরিয়ার সঙ্গে মোমিনের ‘পালকি মোটরস’ চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। অবশেষে দুই প্রতিদ্বন্দ্বী পেছনে ফেলে জুরিদের রায়ে বাংলাদেশ জয় পায়।
অনুষ্ঠানে ‘পালকি মোটরসকে’ বিজয়ী ঘোষণা করা হলে উচ্ছ্বসিত মোস্তফা বাংলাদেশের পতাকা হাতে বিজয়োল্লাস করেন, উপস্থিত দেশি-বিদেশি দর্শকরা করতালিতে তাকে অভিনন্দন জানান।

নিজের অনুভূতি জানিয়ে মোস্তফা আল মোমিন দৈনিক ঢাকা প্রতিদিনকে বলেন, ঢাকার দূষণ ও পরিবেশগত সমস্যার সমাধান এবং চালকদের জীবনমান উন্নয়নে বৈদ্যুতিক গাড়ি তৈরির অনুপ্রেরণা পেয়েছিলেন। ২০২০ সালে মাত্র সাড়ে চার লাখ টাকা নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৭৫টি গাড়ি উৎপাদন করেছে। তাদের গাড়ি জ্বালানি খরচে ৯০% এবং রক্ষণাবেক্ষণে ৫০% সাশ্রয়ী।

তিনি জানান, সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড সম্মানজনক পুরুষ্কারের যে টাকাটা পেলাম তাতে আরো বেশি করে গাড়ি বানাতে পারবো। এখন মাসে ৩০টি করে গাড়ি বানাই, এরপর ১০০টি করে গাড়ি বানাতে পারবো। তবে আমাদের মূল আইডিয়া হচ্ছে গাড়ি বানানো নয়, মেশিন বানানো, যেটা পৃথিবীর যেকোনো দেশে রপ্তানি করা সম্ভব।

পালকি মোটরসের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ তাইউম হোসেন সজল জানান, প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মধ্যে ২০ হাজার বৈদ্যুতিক গাড়ি উৎপাদন এবং ২ লাখ ৬০ হাজার টন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সিটিবয় ভার্সন-৩ মডেল প্রস্তুত করছে, যা আগের তুলনায় আরও উন্নত।
এই সাফল্য বাংলাদেশের উদ্ভাবন ও প্রযুক্তি খাতকে বিশ্বমঞ্চে নতুন মাত্রা দিয়েছে। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে পালকি মোটরসের ভূমিকা নিঃসন্দেহে অনুকরণীয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের প্রতি সম্মান জানিয়ে ২০০৮ সাল থেকে শেখ জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়।
স্বাস্থ্য, খাদ্য, শক্তি, পানি ও গ্লোবাল হাই স্কুল-এ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় মনোনীতদের।

এর আগে এ পুরস্কার প্রবর্তনের একেবারে গোড়ার দিকে ‘গ্রামীণ শক্তির’ তৎকালীন মহাব্যবস্থাপক চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামের দীপাল চন্দ্র বড়ুয়া বিকল্প জ্বালানির উদ্ভাবন ও এতে তার অঙ্গীকারের জন্য জায়েদ ফিউচার এনার্জি অ্যাওয়ার্ড পান।

এছাড়া ২০১৩ সালে আবুধাবির একমাত্র বাংলাদেশি কমিউনিটি স্কুল শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজটি ক্লিন এনার্জির জন্য জায়েদ ফিউচার এনার্জি অ্যাওয়ার্ড পেয়েছিল।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ