আমিরাতে বিক্ষোভকারী বাংলাদেশী প্রবাসীরা জিসিসিতে নিষিদ্ধ :
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ

এম. এনাম হোসেন, আমিরাত থেকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষমা পেয়ে এ পর্যন্ত মোট ১১৩ জন প্রবাসী দেশে ফিরেছেন। সাজা মওকুফের পর দেশে ফিরলেও তারা জিসিসিভুক্ত (উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল) দেশ– সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে পরবর্তী সময়ে চাকরি বা আবাসনের জন্য স্থায়ীভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
দূতাবাস জানায়, এই ইস্যুতে মোট ১১৩ জন প্রবাসী দেশে ফিরেছেন। তন্মধ্যে ৬৫ জনের ট্রাভেল পারমিট দিয়েছে দূতাবাস। কারা কর্তৃপক্ষের কাছে পরিবার থেকে ৪৮ জনের পাসপোর্ট জমা করা হয়। কারও কারও টিকিট করে দিয়েছে পরিবার। এ ছাড়া আরো অন্তত ৫৫ জন প্রবাসী নিখোঁজ থাকার বিষয়টি দূতাবাসকে অবগত করেছে স্বজনরা।
আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর হাজরা সাব্বির হোসেন জানান, ফৌজদারী অপরাধ ব্যতিত নির্বাসিত প্রবাসীরা কেবল সংযুক্ত আরব আমিরাতে নিষিদ্ধ থাকেন। তবে বিক্ষোভে অংশগ্রহণ পরবর্তী সাজাপ্রাপ্ত ও পরে ক্ষমা পেয়ে দেশে ফেরা প্রবাসীরা আইন অনুযায়ী জিসিসি দেশসমূহে চাকরি ও আবাসনের জন্য স্থায়ীভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
জনতার আওয়াজ/আ আ
