আ'লীগের ডাকে সাড়া দিয়েছি, নতুন সরকার ডাকলেও যাব: ফারিয়া - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৩, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের ডাকে সাড়া দিয়েছি, নতুন সরকার ডাকলেও যাব: ফারিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের পট পরিবর্তনের পর থেকে বিনোদন অঙ্গনের অনেক তারকা কটাক্ষের স্বীকার হচ্ছেন। এরমধ্যে একজন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। একসময় সামাজিক মাধ্যমে নেটিজেওনরা তার রূপের আগুনে পুড়লেও আজ তাকে পোড়ায় কটাক্ষের আগুনে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ফারিয়া।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কটাক্ষ নিয়ে তিনি বলেন, ‘চোখে তো পড়েছে, খারাপও লেগেছে। তবে কাকে কী বলব! আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম।’

এরপর বলেন, ‘এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি? আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি। কখনও কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। ওই যে বললাম, শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া।’

সম্প্রতি নির্মাতা রায়হান রাফীর সঙ্গে দেখা গেছে ফারিয়াকে। তবে কোনো কাজের সূত্রে সে সাক্ষাৎ ছিল না, নিছক আড্ডা ছিল বলে জানান অভিনেত্রী।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ