আ’লীগ সরকারের হাত থেকে জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: গয়েশ্বর – জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪২, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ সরকারের হাত থেকে জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

 

আওয়ামী লীগ সরকারের হাত থেকে জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত বিএনপির লড়াই-সংগ্রাম চলবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এর আগে সন্ধ্যায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জামিনে মুক্তি পাওয়ার পর নয়াপল্টনে গেলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গয়েশ্বর রায় বলেন, আজকে খন্দকার আবু আশফাক জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। এটা একদিকে আনন্দের, আবার আনন্দের নয়। কারণ, সারা জাতি আজকে বন্দি। আমাদের নেত্রী খালেদা জিয়া এখনও বন্দি। আমার নেত্রী যেখানে বন্দি, সেখানে আমাদের সাময়িক মুক্তি- এটা মুক্তি না। হয়তো আবার কয়েকদিন পরে জেলখানায় যেতে হবে। জনগণ এই ফ্যাসিবাদের হাত থেকে চিরস্থায়ী মুক্তি চাই।

তিনি আরও বলেন, আমরা জনগণকে মুক্ত করতে চাই, গণতন্ত্রকে মুক্ত করতে চাই, আমাদের নেত্রীকে মুক্ত করতে চাই। এই মুক্তি আমরা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই-সংগ্রাম চলবে।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com