আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকের সামনে এ কথা বলেন তিনি।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলন ঘিরে আহত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা। পরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার।
এ সময় আহতদের দেখতে হাসপাতালে ভিড় না করতে সবার প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
জনতার আওয়াজ/আ আ
