ইতালিতে প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ইতালিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
সংগঠনের ইতালি শাখার সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা প্রবাসীদের অধিকার, ভোগান্তি এবং সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের সমস্যা সমাধানে গণঅধিকার পরিষদ সবসময় পাশে ছিল এবং থাকবে।’ তিনি প্রবাসীদের যেকোনো সমস্যার সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও প্রবাসীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখা প্রবাসীদের অধিকার আদায়ে এবং তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জনতার আওয়াজ/আ আ
