ইতিবাচক সব সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৬, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইতিবাচক সব সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াত ইসলামী ইতিবাচক সব সিদ্ধান্তকে সমর্থন জানাবে বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সামনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে আলোচনার পরিকল্পনা রয়েছে, যা আমরা স্বাগত জানিয়েছি।

আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, কমিশন আমাদের কিছু বই সরবরাহ করবে, যা পর্যালোচনার পর জামায়াত ইসলামী ও সরকারের প্রতিনিধি দলের মধ্যে আলাদা বৈঠক হবে। সেখানে আমরা আমাদের মূল সিদ্ধান্ত ও মতামত তুলে ধরবো।

সংস্কার ও সময়মতো নির্বাচনের ওপর গুরুত্ব সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নায়েবে আমির বলেন, আমরা মনে করি, প্রয়োজনীয় সংস্কারে ঐকমত্যে পৌঁছানো উচিত এবং যথাসময়ে নির্বাচন আয়োজন করতে হবে।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

অন্যরা হলেন- দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মশিউল আলম।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ