ইনুকে পৃথক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের আদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৬, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইনুকে পৃথক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের আদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৯, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ৬ বছর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় কুষ্টিয়া অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে পূর্বেই অন্য মামলায় গ্রেপ্তার হওয়া ইনুকে হাজির করলে আদালত শুনানী শেষে কুষ্টিয়া মডেল থানার পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারাদেশ সহ কারাগারে প্রেরণের আদেশ দেন।

আদালত পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় শহরের আমলাপাড়ার বাসিন্দা জিন্দার আলীর ছেলে শরিফুল ইসলাম বাদি হয়ে ৫ আগষ্টের ঘটনায় জেলার শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৬৪ জনের নামোল্লেখ এবং ৭০/৮০জন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন মামলা নং ২৯। সেই মামলার ৩৭নং এজাহার নামীয় আসামী তিনি।

এছাড়া ২০২৪ সালের ১০ অক্টোবর একই থানায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বাদি হয়ে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুৎ তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি আ’লীরে শীর্ষ নেতৃবৃন্দ ও জোটভুক্ত দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে ৪৭ জনের নামোল্লেখসহ ১৫/২০ জন অজ্ঞাতদের আসামী করে মামলা করেন। মামলা নং ১০।

এই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ০৪নং এজাহার নামীয় আসামী করা হয়েছে।

আদালত এই দুটি মামলাতেই শ্যোন এ্যারেষ্ট দেখানোর আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন আদালত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম। আদালতের সৌপর্দ করনসহ আদালত থেকে কড়া পুলিশি পাহাড়ায় তাকে কুষ্টিয়া জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় বলেও নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ