‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’নিশ্চিত ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৬, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’নিশ্চিত ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
বছর ঘুরে আবারও আসছে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। এই উৎসবকে আরও আনন্দময় করতে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’।

এই ক্যাম্পেইনের আওতায় ইনফিনিক্স দিচ্ছে নিশ্চিত ক্যাশব্যাক, সঙ্গে থাকছে নিশ্চিত উপহার ও বিশেষ সারপ্রাইজ জেতার সুযোগ। ইনফিনিক্সের নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে গ্রাহকরা এই অফার পাবেন। ঈদ আনন্দকে আরও রঙিন করতে ইনফিনিক্সের এই বিশেষ ক্যাম্পেইন এরইমধ্যে শুরু হয়েছে, চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।

ইনফিনিক্সের লক্ষ্য, দেশের মানুষের ঈদ আনন্দ আরও রঙিন করে তোলা এবং প্রযুক্তির মাধ্যমে তাদের জীবনকে আরও সহজ করা। সে লক্ষ্যেই এই ক্যাম্পেইনের ডিজাইন করেছে ইনফিনিক্স।

ঈদ সামনে রেখে অনেকেই পুরোনো ফোন বদলে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন। ইনফিনিক্সের বিশেষ অফারের ফলে এবার ঈদে গ্রাহকরা পছন্দের ডিভাইস কেনার পাশাপাশি নিশ্চিত ক্যাশব্যাক ও পুরস্কার জেতার সুযোগ পাবেন। নোট ৪০এস, হট ৫০ প্রো প্লাস, হট ৫০ প্রো, হট ৫০ আই এবং স্মার্ট ৯– এই নির্দিষ্ট মডেলগুলোর যেকোনো একটি কিনলেই গ্রাহকরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।

নোট ৪০এস মডেলের সাথে ক্রেতারা পাবেন ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার, আর হট ৫০ প্রো এবং হট ৫০ আই স্মার্টফোনগুলোতে পাবেন বাজেট-বান্ধব দামে প্রিমিয়াম ফিচার। শক্তিশালী পারফরম্যান্সের জন্য সুপরিচিত হট ৫০ আই এবং স্মার্ট ৯ মডেলও থাকছে এই ক্যাম্পেইনের আওতায়।

ক্যাম্পেইনের আওতায় ইনফিনিক্স স্মার্টফোন কিনলে গ্রাহকরা নিশ্চিতভাবে ১০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। শুধু তাই নয়, ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজয়ীরা জিততে পারেন নতুন ইনফিনিক্স স্মার্টফোন কিংবা কক্সবাজার ভ্রমণের জন্য কাপল টিকিট। অফারে অংশগ্রহণের প্রক্রিয়াও অত্যন্ত সহজ—ক্রয়কৃত পণ্যের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করলেই মিলবে নিশ্চিত অফারের সুযোগ।

ইনফিনিক্স বিশ্বাস করে, ঈদ মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সময়। তাই শুধুমাত্র ক্যাশব্যাক অফার নয়, এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস এবং স্মরণীয় মুহূর্ত তৈরির একটি অনন্য উদ্যোগ। ইনফিনিক্সের এই বিশেষ আয়োজনের মাধ্যমে ক্রেতারা যেমন নিজেদের জন্য সেরা স্মার্টফোন পেতে পারেন, তেমনি ঈদের উৎসবকে করে তুলতে পারেন আরও উপভোগ্য।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ