ঈদে আসছে নুসরাত ফারিয়ার'জ্বীন ৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪১, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে আসছে নুসরাত ফারিয়ার’জ্বীন ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হরর সিনেমা ‘জ্বীন ৩’। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ও অভিনেতা আবদুন নূর সজল অভিনীত সিনেমাটি এবারের রোজার ঈদে মুক্তি পাবে। ২০২৪ সালের ঈদের চলচ্চিত্র ‘জ্বীন ২’ এর তৃতীয় কিস্তি এটি।

এই হরর সিনেমাটি তৈরী হয়েছে সুমন নামের একটি ছেলের গল্প নিয়ে। জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘এবারও বাস্তব গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছি। এটার জন্য কোরআন শরীফের জিন নিয়ে যত আয়াত আছে সব পড়েছি। গতবার একটি মেয়েকে (মোনা) নিয়ে সিনেমাটি তৈরি হয়েছিল। এবার একটি ছোট ছেলেকে দেখা যাবে।’

তিনি জানান, সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার দাদিও জিন পালন করতেন। তেমনই এক বাস্তব গল্প থাকছে নতুন সিনেমায়।

পরিচালক কামরুজ্জামান রোমান জানান, এখন সিনেমাটির ডাবিং চলছে। সার্টিফিকেট পেলেই সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তত হয়ে যাবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ