উপজেলা নির্বাচন : শরীয়তপুর সদর ও জাজিরায় হাড্ডাহাডি লড়াই - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৮, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপজেলা নির্বাচন : শরীয়তপুর সদর ও জাজিরায় হাড্ডাহাডি লড়াই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
৬ষ্ট উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে শরীয়তপুর জেলার দুটি উপজেলা নির্বাচন আগামীূ ২১মে অনুষ্ঠিত হবে। এ দুটি উপজেলা হচ্ছে শরীয়তপুর সদর ও জাজিরা । শরীয়তপুর সদরে উপজেলা নির্বাচনে সরকার দলীয় ৩ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এরমধ্যে একজন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল আকন (ঘোড়া) । অপর জন হচ্ছে জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক নুরুল আমিন কোতোয়াল (মোটর সাইকেল) ও সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু (আনারস) । এ ছাড়া ও ২জন ভাইসচেয়ারম্যান জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রতন (চশমা),জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাখাওয়াত হোসেন হাওলাদার (তালা),মহিলা ভাইসচেয়ারম্যান পদে জেলা মহিলালীগের সভানেত্রী সামিনা ইয়াসমীন ও সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান ফাতেমা আকতার শিল্পী।
এ দিকে জাজিরা উপজেলায় ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হচ্ছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম রতন (ঘোড়া) , বিশ্ষ্টি শিল্পপতি ইতালি প্রবাসী আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি (মোটর সাইকেল), জাজিরা উপজলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নান্নু মিয়া (আনারস) জাজিরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন আকন ( কাপ প্রিচ)), জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর সাসুল হক খান(দোয়াত কলম)। ভাইসচেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন । এরা হলেন জাহাঙ্গীর আলম ,নজরুল ইসলাম মাল, নুমোহাম্মদ খান ও মহব্বত খান। মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪ জন। এরা হলেন জাজিরা উপজেলা মহিলালীগের সভাপতি পারভিন আকতার, সাবেক কাউন্সিলর রেখা আকতার,জাহানারা খানম ও নাসরিন আকতার।
এ দ’ুটি উপজেলায় চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিশেষ করে শরীয়তপুর সদরে ঘোড়া ও মোটর সাইকেল জোড় লড়াই চলছে। কে হারবে কে জিতবে বুঝে ওঠাই কঠিন। দ’ুজনই সমানে সমান। সাধারন ভোটার একদিকে, দলীয় নেতা কর্মীদের বেশীর ভাগ দৃশ্যমান অপরদিকে। এ আসনে ঘোড়া মার্কার প্রচারনা বেশী হচ্ছে। এখানে ভাইসচেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চশমা মার্কার প্রার্থী ইকবাল হোসেন রতন আলোচনায় শীর্ষে রয়েছেন। এ উপজেলায় সাধারন ভোটারদের মধ্যে শংকা রয়েছে ভোট দিলে বুঝে নিতে পারবে কিনা। এ উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে।
জাজিরা উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দি হবে । এরমধ্যে রয়েছেন এস এম আমিনুল ইসলাম রতন ঘোড়া ও হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি মোটর সাইকেল ও নান্নু মিয়ার আনারস। এ উপজেলায় দুজনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দিতা লক্ষ্য করা যাচ্ছে। একজনের সারাজীবনের মাঠের রাজনীতি হচ্ছে মূলধন। আরেকজনের মূলধন হচ্ছে অগনিত টাকা পয়সা। দুজনই প্রায় ৬মাস যাবত মাঠে কাজ করছেন। এ উপজেলায় দলীয় নেতাকর্মীরা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। দিনরাত তারা মাঠে কাজ করছে। এরা দুজনই পাশের জন্য শতভাগ আশাবাদি। কেউ কাউকে পাত্তাই দিচ্ছে না। নান্নু মিয়াকে ও ফেলে দেয়া যায় না। নান্নু মিয়া হচ্ছে সাবেক এমপি মাস্টার মজিবুর রহমানের ভাতিজা। তার মূলধন চাচার সারাজীবনের রাজনীীত। জনশ্রæতি আছে জাজিরার আওয়ামীলীগের গোড়া পত্তন মজিবর মাস্টারের হাতে। শেস পর্যন্ত দেখা যাক কে হারে কে জিতে। এ উপজেলায় ১২টি ইউনিয়ন ১টি পৌরসভা । সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে চলছে ভোট প্রার্থনা। তাদের চোখে ঘুম নেই, খাওয়া দাওয়া বাদ । আরাম আয়েশ বাদ দিয়ে চলছে জনসংযোগ। কে কাকে পিছনে ফেলে এগিয়ে যাবে এটাই তাদের লক্ষ্য। এ সংবাদ লেখা পর্যন্ত দুটি উপজেলার কোথাও তেমন কোন সংঘাত বা হানাহানির ঘটনা ঘটেনি। তবে একজন প্রার্থী সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু বার বার সামাজিক যোগাযোগে ও সংবাদ সম্মেলন করে আচরন বিধি লংঘনের অভিযোগ করে যাচ্ছেন।তিনি সুষ্ঠ ভোট নিয়ে আশংকা করছেন।এ ব্যাপারে প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ