এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী – জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২১, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্টই অনুষ্ঠিত হবে। পুনবিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরেই এবং পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আইসিটি পরীক্ষা ৭৫ নম্বরে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির’ সভা শেষে এ তথ্য জানান তিনি।

দীপু মনি বলেন, এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি ) বিষয়ের পরীক্ষা ৭৫ নম্বরে হবে। এর মধ্যে লিখিত ৫০ নম্বর (২০ এমসিকিউ, ৩০ লিখিত) আর ব্যবহারিক ২৫। এছাড়া অন্য সব বিষয়ে পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের জন্য ১৪ অগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার তারিখ অনেক আগে চূড়ান্ত করা হয়েছে। পরীক্ষা পেছানোর সুযোগ নেই। যারা পরীক্ষায় পেছানোর আন্দোলন করছেন তারা পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দেন।

চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানে বন্যা ও ভারী বর্ষণের কারণে দুই দিন স্কুল বন্ধ ঘোষণা করা হলেও এসব এলাকায় পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় পরীক্ষার হলে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

তিনি আরও জানান, সকল পরীক্ষার্থী একটি বিষয় ছাড়া সকল বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা দিতে হবে। একটি বিষয় অর্থাৎ আইসিটিতে পূর্ণ নম্বর হবে না। এটা হবে ৭৫ নম্বরে। এর মধ্যে ২৫ ব্যবহারিক, ৫০ লিখিত থাকবে। আইসিটি বইটি আগামী বছর রিভিউ হবে।

২০২২-২৩ সেশনে এইচএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী রয়েছে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। এর মধ্যে ৯টি বোর্ডে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিমে ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরিতে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী রয়েছে। ২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন; এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ