একটি ভোরের প্রতীক্ষা ও কিছু কথা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৩, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি ভোরের প্রতীক্ষা ও কিছু কথা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ

 

নজরুল মিজান

লন্ডন প্রবাসী বিশিষ্ট চিন্তক , ক্ষুরধার লেখক ,কলামিষ্ট , রাজনৈতিক বিশ্লষক এবং মানবাধিকার জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব সায়েক এম রহমান ও ডাঃ আবদুল আজিজের যৌথ প্রকাশনায় ২০২১ সালে প্রকাশিত হয়েছিল —
“একটি ভোরের অপেক্ষায় বাংলাদেশ “
যে বইয়ের আগাগোড়ায় ছিল ফ্যাসিস্টবাদ কায়েমের বিভিন্ন পায়তারা এবং তার অবসান নিয়ে।
ক্ষুরধার এই দুই লেখক দেশ জাতী এবং মহান স্বাধীনতা সার্বভৌমত্ব কে রক্ষা করার জন্য জাতীকে ঐক্য বদ্ধ হওয়ার পথ দেখিয়ে ছিলেন। যাহা সত্যিই প্রশংসনীয় ।


এই দুই লেখকের চিন্তা চেতনার ফলপ্রসূ হিসাবে দেশ জাতি তথা দেশের ছাত্র জনতার দুর্বার গন আন্দোলনের আহবানে প্রায় দুই হাজার ছাত্র জনতার শহীদের বিনিময়ে এবং অর্থ লক্ষ ছাত্র জনতার পঙ্গুত্ব আর অন্ধত্বের বিনিময়ে প্রতিক্ষত একটি ভোরের সুচনা হয়েছে।


আজ আমার প্রশ্ন — যে ভোরটি দেশ জাতি অর্জন করেছে সেই ভোর কি কোন কুচক্রী মহলের কারনে ঘন কুয়াশায় পতিত হয়ে পড়েছে নাকি গহীন অমানিশার পথে এগুচ্ছে ??????
আবারো কি আরেকটি ভোরের অপেক্ষায় আমাদের অপেক্ষা করতে হবে ???????

নজরুল মিজান এর ফেইসবুক থেকে
সভাপতি জাতীয়তাবাদী ফেনী জেলা ছাত্রদল — ১৯৮২ — ৮৪.
প্রচার সম্পাদক , ফেনী জেলা বি এন পি – ১৯৮৪ — ১৯৯১.

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ