একটি সুন্দর গন্তব্যের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৭, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৭, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নতুন প্রজন্মকে আমরা স্যালুট করি। তারা আমাদের পথ দেখিয়েছেন। সেই পথ ধরে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের এত দিনের সংগ্রাম, এতো কষ্ট, এতো যে গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচার হয়েছে, তার অবসান হয়েছে। এখন আমরা যাতে একটি সুন্দর গন্তব্যের দিকে এগোতে পারি সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সবার পাশে থাকতে হবে। ছাত্রদের আন্দোলনের এ বিজয়ের শক্তিকে শান্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, যদি আমরা কারও ওপর নির্যাতন করি, তাহলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আওয়ামী লীগ ও বিএনপির মৌলিক পার্থক্যই হচ্ছে—বিএনপি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার দল। ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মে আমাদের যেসব ভাইবোনেরা রয়েছেন, তাঁদের বিএনপির দেখে রাখতে হবে। তাঁদের পরিবারকে দেখে রাখাও আমাদের দায়িত্ব।
শামা ওবায়েদ বলেন, আপনাদের ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে। মিছিল–মিটিং করেন, কিন্তু শান্তিপূর্ণ করতে হবে। কাউকে অত্যাচার–অনাচার করা যাবে না। কালকে যেসব রাষ্ট্রীয় কাঠামো ভাঙা হয়েছে, এগুলো আমাদের ট্যাক্সের টাকায় করা। এগুলো ভাঙা যাবে না। এসব সম্পদ আমাদের। এগুলো শেখ হাসিনা বা আওয়ামী লীগের পয়সায় হয়নি। এসব রাষ্ট্রীয় সম্পত্তি। বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে এসব সম্পদ পাহারা দিয়ে রাখতে হবে।
সোমবার (৬ জুলাই) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরে তিনি প্রেসক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান ছিলো ‘টেক ব্যাক বাংলাদেশ’। বাংলাদেশ এখন সেই জায়গায় ফিরে এসেছে। এখন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানই আমাদের দাবি। কারো যাতে জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেব্যাপারেও নেতাকর্মী শান্তিপূর্ণভাবে সবার পাশে থাকার আহ্বান জানান তিনি।
এসময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দিলা, গোলাম রব্বানী ভুঁইয়া রতন, আজম খান, তানভীর চৌধুরী রুবেল, সদস্য রশিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুল, মো. তৈয়ব আক্তার টুটুল, মিজানুর রহমান মিনান, শামসুর রহমান কুটু,আলমগীর ভূঁইয়া, সদস্য নিতাই রায়, জেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট রাশেদুল আলম তুহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হোসেন মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ
