এনসিপির বর্ষবরণে মানুষের উপস্থিতি কম থাকার কারণ জানালেন সামান্তা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫১, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির বর্ষবরণে মানুষের উপস্থিতি কম থাকার কারণ জানালেন সামান্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উপস্থিতি অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় কম ছিল। তবে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

বেসরকারি টিভির এক টকশোতে বিষয়টি তোলা হলে বিষয়টি নিয়ে কথা বলেন সামান্তা।

দল এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে সামান্তা শারমিন বলেন, আমাদের শুধু একটি সেন্ট্রাল কমিটি রয়েছে, যেখানে ২১৭ জন সদস্য কাজ করছেন। এই ২১৭ জনের কাঁধেই পুরো দেশের সাংগঠনিক দায়িত্ব। অনেকেই বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ে কাজ করছেন, ফলে ঢাকায় উপস্থিতির সংখ্যা স্বাভাবিকভাবেই কিছুটা কম ছিল। ঢাকা শহরজুড়ে আজ (সোমবার) অসংখ্য কর্মসূচি হয়েছে। আমাদের পক্ষে প্রতিটি স্থানে সরাসরি উপস্থিত থাকা সম্ভব হয়নি, তবে আমরা সজাগ ছিলাম।

তিনি বলেন, বর্ষবরণ সার্বজনীন উৎসব হলেও, এতে বাধা দেওয়ার প্রবণতা আগেও দেখা গেছে। তাই আমরা সতর্ক ছিলাম, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে, আমাদের পক্ষ থেকে তা মোকাবিলা করা সম্ভব হয়।

জাতীয় নাগরিক পার্টি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে নানা জায়গায় ছড়িয়ে থেকে নিরাপদ ও শান্তিপূর্ণ বর্ষবরণে সহায়তা করার চেষ্টা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ