এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে মাহিদুর রহমানের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার ১ ( জুড়ী বড়লেখা ) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবীদ এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
আজ এক শোকবার্তায় মাহিদুর রহমান বলেন, “এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য সহ প্রবাসে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুম এডভোকেট এবাদুর রহমান চৌধুরী সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও দলের নিবেদিত নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। সমাজ সেবার অংশ হিসাবে তিনি দেশ ও তাঁর নিজ জেলার জনগনের সেবায় সর্বদা নিয়োজিত ছিলেন। অধিকার আদায়ের সংগ্রামে এডভোকেট এবাদুর রহমান চৌধুরী ছিলেন অগ্রভাগে । তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর ও নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। । তাঁর মৃত্যুতে দেশবাসী একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক নেতাকে হারালো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং মৌলাভীবাজার জেলায় বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম এডভোকেট এবাদুর রহমান চৌধুরী যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।“
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
জনতার আওয়াজ/আ আ
