এবার আন্দোলনের হুঁশিয়ারি ইসি কর্মকর্তাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা কার্যক্রম বজায় রাখতে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) তাদের দাবি জানাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জমায়েত হন তারা।
এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে, তা রোধ করতে তারা এই পদক্ষেপ নিয়েছেন।
তারা বলেন, “যদি আমাদের এই পদক্ষেপে কাজ না হয়, তাহলে প্রথমে অর্ধদিবস কর্মবিরতি পালন করব। এরপর পূর্ণ দিবস কর্মবিরতি এবং শেষ পর্যন্ত সারা দেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেব।”
জানা গেছে, জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে জনগণের দুর্ভোগ ও জটিলতা দূর করতে একটি স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫’ নামে একটি অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে ইসি সচিবালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এছাড়া আইনের খসড়া পর্যালোচনা করে মতামত দেওয়ার জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।
জনতার আওয়াজ/আ আ
