ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে : আমিরাত বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ১৩, ২০২২ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ১৩, ২০২২ ২:০৮ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন বলেছেন, মহান ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সনের এই দিনে এক ঐতিহাসিক অভূতপূর্ব বিপ্লব সূচিত হয়েছিল জাতির জীবনে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে অপার সাফল্যে জয়যুক্ত সিপাহী জনতার মিলিত এই বিপ্লব। ঐতিহাসিক এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে। মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদযাপন কমিটির আহবায়ক ও ইউএই বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার বলেছেন, মেজর জেনারেল জিয়ার কন্ঠে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা সংগ্রামের সেই দূর্যোগময় দিনে যেভাবে উদ্বেলিত করেছিল বাংলার মানুষকে, ঠিক তেমনই ভাবে ৭ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকামী গোষ্ঠীকে রুখে দেওয়ার এক ঐতিহাসিক পদক্ষেপ। আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) শারজাহ নুর আল হেলাল রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে
আমিরাত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপুর সঞ্চালনায়
অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন, আমিরাত বিএনপি’র সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম এনাম, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, মোহাম্মদ রফিকুল আলম (রফিক), সাবেক উপদেষ্টা রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহে আলম, আবদুল কুদ্দুস খালেদ, সাবেক সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মোহাম্মদ সোলায়মান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুধাবি বিএনপি’র সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, আজমান বিএনপি’র সভাপতি শাহানুর শাহীন, রাস আল-খাইমাহ বিএনপি’র সভাপতি নাছির মাহমুদ, ফজিরাহ বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম, আল-আইন বিএনপি’র সভাপতি শওকত ওসমান রানা, মুসাফফা বিএনপি’র সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, আমিরাত বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সম্পাদক মোহাম্মদ কয়েছ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা শামছুন নাহার স্বপ্না, সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক নীল রতন দাস, সাবেক সদস্য নাছির উদ্দিন চৌধুরী, ফরিদ আহমেদ শাহীন, এরশাদুল আলম, শারজাহ বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কিরন, আল আইন বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, দুবাই বিএনপি’র সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু, শারজাহ বিএনপি’র সিনিয়র সহ সভাপতি হানিফ খোকন, আবুধাবি বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আবুল বাসার, শারজাহ বিএনপি’র সহ সভাপতি মোহাম্মদ সরোয়ার আলম, সহ সভাপতি মোদাচ্ছের শাহ, স্বাগতিক শারজাহ বিএনপি’র ১ম যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আজমান বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আবুধাবি বিএনপি নেতা সাজিদূর রহমান সাচ্ছু, দুবাই বিএনপি’র যুগ্ম আহবায়ক আজিম তালুকদার, দুবাই বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির সুমন, সন্দীপ বিএনপি’র সভাপতি সেলিম উদ্দিন, শারজাহ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান (আতিক), দুবাই বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হাজী লোকমান হোসেন, সেলিম আজাদ মুন্না, মোহাম্মদ শাহ আলম, হোমনা তিতাস বিএনপির সভাপতি মোহাম্মদ মনির হোসেন, মাহাবুব আলী স্মৃতি সংসদের সভাপতি তারেক আহমদ সাদেক, আমিরুল ইসলাম তালুকদার, আসিফ কবির প্রমুখ।
সভায় মাওলানা আলী আকবর কুরআন তেলাওয়াত ও সভা শেষে অবৈধ হাসিনার দুঃশাসন থেকে জাতি ও গনতন্ত্রের পুনরুদ্ধার সহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় মনাজাত পরিচালনা করেন।
জনতার আওয়াজ/আ আ
