কাঠগড়ায় বিএনপি: ভুলের মাশুল জাতি বারবার দিচ্ছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১০, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১০, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

ব্যারিস্টার রফিক আহমেদ, লন্ডন
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির উত্থান এক বিপ্লবী ঘটনা হলেও, দলটি বারবার এমন কিছু কৌশলগত ভুল করেছে যার খেসারত গোটা জাতিকে দিতে হয়েছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের জাতীয় সরকার গঠনের ব্যর্থতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুনিপুণভাবে দেশকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। কিন্তু ১৯৯১ সালে বিএনপির জাতীয় সরকার গঠনের ব্যর্থতা এবং পরবর্তী সময়ের একের পর এক কৌশলগত ভুল দলটিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।
১৯৯১ সালের ব্যর্থতা ও ১৯৯৬-এর পরিণতি
১৯৯১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলেও তারা জাতীয় সরকার গঠনের সুযোগ হাতছাড়া করে। সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের পর বিএনপির উচিত ছিল একটি সর্বদলীয় ঐক্য তৈরি করা, কিন্তু তারা তা করেনি। এর ফলেই ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়।
২০০১-২০০৬: অপরিপক্ব রাজনীতির ফলাফল
২০০১-২০০৬ মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকলেও, দলটির কূটকৌশল এবং প্রশাসনিক ব্যর্থতা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরার সুযোগ দেয়। দুর্নীতি, দলীয়করণ এবং সামগ্রিক প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে বিএনপি ২০০৮ সালের নির্বাচনে চরম পরাজিত হয়। অথচ এই সময়টায় বিএনপি যদি দক্ষ কৌশলী সিদ্ধান্ত নিত, তাহলে তারা আওয়ামী লীগের লাগাতার শাসনের বিপরীতে একটি কার্যকর বিকল্প হিসেবে টিকে থাকতে পারত।
২০২৪ সালে জাতীয় সরকার গঠনের সুযোগ হাতছাড়া
২০২৪ সালেও বিএনপির জাতীয় সরকার গঠনের সম্ভাবনা ছিল, কিন্তু দলটি সেই সুযোগও কাজে লাগাতে পারেনি। তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ভুল করেছে এবং রাজনৈতিক বাস্তবতাকে সঠিকভাবে অনুধাবন করতে পারেনি। এই ব্যর্থতার কারণে বিএনপি নিজেই তার সম্ভাব্য পুনরুত্থানের পথ রুদ্ধ করে ফেলেছে।
ভারতের ফাঁদে বিএনপি?
বর্তমানে বিএনপির রাজনৈতিক অবস্থান এবং নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে, ভারতের কিছু স্বার্থের সঙ্গে দলটির অবস্থান মিলে যাচ্ছে। যদি বিএনপি সত্যিই ভারতের কৌশলগত ফাঁদে পা দিয়ে থাকে, তবে দলটির অস্তিত্বও আওয়ামী লীগের মতো একই পরিণতির দিকে ধাবিত হতে পারে। ইতিহাস সাক্ষী, বাংলাদেশের জনগণ বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।
নতুন দিগন্তের সূচনা?
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, আওয়ামী লীগ ও বিএনপির যুগের অবসান হতে পারে। এমনকি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারলেও টিকে থাকা দুরূহ হবে যদি জনগণের চাওয়া পাওয়া পূরণে ব্যর্থ হয়। কেননা জনগণ একটি কার্যকর বিকল্প চায়, যা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। যদি বিএনপি তার অতীত ভুল থেকে শিক্ষা না নেয়, তাহলে তাদের অস্তিত্বও হুমকির মুখে পড়বে।
বাংলাদেশের ভবিষ্যৎ এখন জনগণের হাতে। তারা কি পুরনো ব্যর্থতার আবর্তে ঘুরপাক খাবে, নাকি নতুন দিগন্তের সূচনা করবে— সেটাই এখন দেখার বিষয়।
জনতার আওয়াজ/আ আ
