কাফনের কাপড় পরে সড়কে শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৫, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাফনের কাপড় পরে সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীর নীলক্ষেত মোড়ে কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে এ আন্দোলন তাদের। সড়ক অবরোধকালে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তার মধ্যে দুজন বিষ পান করেছে বলে দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। এ সময় আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান নিতে দেখা যায়। প্ল্যাকার্ডে ‘শিক্ষা চাই ভিক্ষা নয়’, ‘আজ হয় প্রমোশন দিন, নয়তো মৃত্যু’সহ বিভিন্ন লেখা দেখা যায়।

সাগর হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, সমন্বয়ক ম্যাডাম আমাদের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে রেখেছেন। অন্যদিকে তিনি ফরম পূরণ সম্পন্ন করে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে এমন আচরণের কোনো যৌক্তিকতা নেই। আজকে আমরা দাবি আদায়ে কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। হয় প্রমোশনের ঘোষণা আসবে, না হয় আমরা একসঙ্গে মরব।

রুবিনা ইয়াসমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, সব নিয়ম ও সুযোগ-সুবিধা সমানভাবে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা হয়। আর আমরা এখনও বছরভিত্তিক পড়াশোনা করছি। কিছু নিয়ম মানবে কিছু নিয়ম মানবে না তা হতে পারে না।

এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আমারা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি মেনে নিচ্ছে না। আমাদের দাবি মেনে না নেওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। নীলক্ষেত মোড় অবরোধের কারণে মোড়কে ঘিরে সবগুলো সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন পথচারীরা।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com