কারফিউয়ের মধ্যেও শনিবার ঢাকায় নিহত হয়েছেন ১০ জন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২২, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারফিউয়ের মধ্যেও শনিবার ঢাকায় নিহত হয়েছেন ১০ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২০, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২০, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কারফিউ ও সেনা টহল চলার মধ্যেও শনিবার ঢাকায় সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৯১ জন। এদের মধ্যে পুলিশের দুইজন সদস্য রয়েছে।

এদের মধ্যে ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগেই আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনাও এখানেই ঘটেছে।

এছাড়া মিরপুরে ও আজিমপুরে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এর আগে সাভারের সংবাদদাতাদের কাছ থেকে বিবিসি জানতে পেরেছিল যে, সেখানে দুপুরের সহিংসতায় একজনের মৃুত্যু হয়েছে।

কারফিউয়ের প্রথম দিনে যাত্রাবাড়ী ছাড়াও, রামপুরা-বনশ্রী, বাড্ডা, মিরপুর, আজিমপুরে সহিংসতার ঘটনা ঘটেছে।

দুপুরের দিকে বিবিসির সংবাদদাতারা ঢাকার বাড্ডা ও সায়েদাবাদে দিয়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ দেখতে পেয়েছেন। সেই সময় পুলিশকে কাঁদানে গ্যাস ও টিয়ারসেল নিক্ষেপ করতে দেখা গেছে। সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

ঢাকার একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, এসব হাসপাতালে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের অনেকের শরীরে গুলি ও সংঘর্ষের আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত সারা দেশে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি সামলাতে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করেছে সরকার। সেই সঙ্গে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাহী আদেশে রোববার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।সূত্রঃ বিবিসি বাংলা

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ