কারাগারে বন্দিদের নিয়ে বৈশাখী উৎসব উদযাপন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৭, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাগারে বন্দিদের নিয়ে বৈশাখী উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বর্ণিল আয়োজনে ঢাকাসহ সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। বন্দিদের নিয়ে ভিন্ন এক বাংলা বর্ষবরণ উদযাপনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে ৬৮টি কারাগারেই নানা ইভেন্টের আয়োজন করা হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক ( মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, ঢাকাসহ দেশের ৬৮টি কারাগারে বন্দিদের জন‍্য “পহেলা বৈশাখ উপলক্ষ্যে উন্নতমানের বিশেষ খাবার দেওয়া হয়। বন্দিদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনে বন্দিদের মধ্যে বর্ষবরণের ভিন্ন এক মাত্রা যুক্ত হয়েছে। ৬৮ কারাগারের বন্দিদের জীবন কাহিনি সংক্রান্ত ও বন্দীদের লেখা নিয়ে “বন্দি কথন” শীর্ষক দেয়াল পত্রিকা প্রকাশের আয়োজন করা হয়। বড় কারাগারগুলোতে সকালে পান্তাভাত-ইলিশ খাওয়ার ব‍্যবস্থা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ