কারাগার থেকে ধাপে ধাপে মুক্তি পাচ্ছেন বিডিআর সদস্যরা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৮, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারাগার থেকে ধাপে ধাপে মুক্তি পাচ্ছেন বিডিআর সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর ধরে গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা ১২৬ জন তৎকালীন বিডিআর সদস্য জামিনে মুক্তি পাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মধ্যে ৫১ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাকিদের ঠিকানা ও নথিপত্র যাচাই-বাছাই করে ধাপে ধাপে কারাগার থেকে বের করা হবে। তাদের মুক্তির খবরে স্বজনরা সকাল থেকে কারাগারের গেটে এসে অপেক্ষা করছেন। হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলায় তারা কারাগারে আটক ছিলেন।

জানা যায়, গত রোববার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া শুনানি শেষে বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

বুধবার রাতে তাদের জামিনের কাগজপত্র কারাগারে পাঠানো হয়েছে। কাশিমপুর কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এসব নথিপত্র কারাগারে পৌঁছানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসামিদের নাম-ঠিকানা ও নথিপত্র যাচাই-বাছাই করে তাদের মুক্তির ব্যবস্থা করছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক নম্বর ইউনিট, দুই নম্বর ইউনিট ও হাই সিকিউরিটি কারাগার থেকে ৩৫ জনের বেশি ছাড়া পেয়েছেন। কারাগারের গেটে আসলে তাদেরকে স্বজনরা ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে বরণ করে নেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ছাড়া পেয়ে তারা জানান, তাদেরকে বিনা বিচারে অন্যায়ভাবে এত বছর আটক রাখা হয়েছে। তারা আবারো চাকরি ফেরত পাওয়াসহ সকল সুযোগ-সুবিধা দাবি করছেন। একই সঙ্গে যারা বিডিআর হত্যা মামলার প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তির দাবি করেন তারা।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানিয়েছেন, ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ৪১ জন বন্দি বের হবেন। ইতিমধ্যে ৮ থেকে ১০ জন বন্দি মুক্তি পেয়েছেন। এ সময় কারাগারের সামনে স্বজনদের উপস্থিতি দেখা গেছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ