কাল পদত্যাগ করবেন সিইসি! - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৬, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাল পদত্যাগ করবেন সিইসি!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন যেকোনো সময় পদত্যাগ করবে বলে গুঞ্জন চাউর হয়েছে। পদত্যাগের প্রশ্নে সিইসি গণমাধ্যমে বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) জানাবো।

বুধবার দুপুরের রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পদত্যাগ কবে করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, কাল জানাবো। বিস্তারিত যা বলার কালকে (বৃহস্পতিবার) ১২টার সময় এক সংবাদ সম্মেলনে সব কিছু জানানো হবে।

রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন এই প্রসঙ্গে তিনি বলেন, কালকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবো।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনারের পদত্যাগ এখন সময়ের ব্যাপার। পদত্যাগের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও নিচ্ছেন তারা।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে তারা পদত্যাগপত্র দিতে পারেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র আরো জানিয়েছে, পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করবেন আউয়াল। এজন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন। তবে সংবাদ সম্মেলনের পক্ষে নন অন্য নির্বাচন কমিশনাররা।

তারা সিইসিকে জানিয়েছেন, সংবাদ সম্মেলনে তারা অংশ নেবেন না। সংবাদ সম্মেলনে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে চান না।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ