কেবল ভুল হয়ে যায় : শহীদুল্লাহ ফরায়জী – জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১১, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেবল ভুল হয়ে যায় : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ

 

আত্মজ্ঞানের অনুসন্ধানে
আত্মপরিচয়ের সংকটে
কালজয়ী দর্শনের জটিলতায়
অনন্ত পর্যবেক্ষণে
পরম আনন্দের প্রশ্নে
আমার কেবল ভুল হয়ে যায়।

জ্ঞানের নিদর্শন
বিশ্ব প্রকৃতির রহস্য
মহাবিশ্বের বিস্ময় ও
জীবন জগৎ প্রশ্নে
কেবল ভুল হয়ে যায়।

ধর্ম না দর্শন
আত্মচিন্তা না আত্মমুক্তি
আত্মবিরোধ না আত্মগরিমা
আধ্যাত্মিকতা না আত্মবেদনা
এসব মৌলিক প্রশ্নে
কেবল ভুল হয়ে যায়।

বস্তুর স্বভাব মন্ত্রমুগ্ধ জগত
অস্তিত্ব-অনস্তিত্ব
পরমজ্ঞানী ও মহৎকর্ম
ক্ষুদ্র-বৃহত্তম,স্বর্গ-নরক
সংসার ও নির্বাণ প্রশ্নে
কেবল ভুল হয়ে যায়।

‘আমি জানি না’
শুধু এতটুকু জানি
‘আমি কিছুই জানিনা’
তারপরও আমার ভুল হয়ে যায়।

১২.০৩.২০২৩
faraizees@gmail.com

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com