কৌতূহলে প্রশ্ন ফাঁসে জড়িয়ে গ্রেপ্তার নাঈম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:১১, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কৌতূহলে প্রশ্ন ফাঁসে জড়িয়ে গ্রেপ্তার নাঈম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) কৌতূহলী হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জানান দিয়ে ময়মনসিংহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নাজমুল এহসান নাঈম (২১) নামে এক প্রতারক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে ময়মনসিংহ নগরীর মীরবাড়ি এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করায়। গ্রেপ্তারকৃত নাজমুল এহসান নাঈম জামালপুরের সরিষাবাড়ির ভুরারবাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

সে আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম বলেন, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে আমরা সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি রাখছিলাম।

এরই অংশ হিসেবে Gazi Kamal Hossain নামক একটি আইডি থেকে কমেন্ট করা হয় মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে, নিচে কিছু অংশ দেয়া হল। ১২ হাজার টাকায় প্রশ্ন দেয়া হবে, এরজন্য অগ্রিম ৬ হাজার টাকা দিতে হবে। কমেন্টে একটি ভূয়া প্রশ্নও দেয়া হয়। প্রাথমিকভাবে সেটি আমাদের কাছে প্রতারণামূলক মনে হয়। সেটির সূত্র ধরে আমরা কাজ শুরি করি।

গ্রেপ্তারকৃত নাঈম কৌতূহল বশত মানুষকে ভূয়া প্রশ্নের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের জন্য অলকা নদী বাংলা সায়মা টেলিকম থেকে একটি পুরাতন মোবাইল ক্রয় করে, ফেইসবুকে উল্লেখিত ফোন নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলে। গত দুইদিনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে প্রশ্ন দিবে বলে বিকালে লক্ষাধিক টাকা আনে।

পরে তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া যায়। এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এসময় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ