খাবারের মান বৃদ্ধির দাবিতে অধ্যক্ষ বরাবর ঢাকা কলেজ ছাত্রদলের স্মারকলিপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৩১, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খাবারের মান বৃদ্ধির দাবিতে অধ্যক্ষ বরাবর ঢাকা কলেজ ছাত্রদলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

 

ঢাকা কলেজ প্রতিনিধি

রমজান মাসে হলের খাবারের মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঢাকা কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এ ইলিয়াসের হাতে এ স্মারকলিপি তুলে দেন নেতাকর্মীরা।

এতে বলা হয়, ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা পবিত্র রমজান মাসে রোজা পালন করছে। রোজার সময় স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পাওয়া অত্যন্ত পুরুত্বপূর্ণ। তবে দুঃখের বিষয়, হলের বর্তমান খাবারের মান নিম্নমানের, যা শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে, রমজান মাসে শিক্ষার্থীদের জন্য খাবারের মান উন্নত করতে নিম্নোক্ত পদক্ষেপগুলো নেওয়া হোক-

১. খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত পরিদর্শন চালু করা।
২. মেনুতে বৈচিত্র্য আনা ও পুষ্টির মান বজায় রাখা।
৩ . রান্নাঘর ও খাবার পরিবেশনের শৃঙ্খলা নিশ্চিত করা।
৪. শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় পরিবর্তন আনা।
৫. রোজাদার শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ বাড়ানো হোক।
৬. কলেজ প্রশাসনের পক্ষ থেকে খাবারের মান পর্যবেক্ষণ ও মনিটরিং করার ব্যবস্থা নেওয়া হোক। মনিটরিং কমিটির সাথে হল প্রতিনিধি শিক্ষার্থীদের সংযুক্ত করা হউক।
৭. কলেজ ক্যাম্পাসে অবস্থিত হোটেলগুলাতে খাবারের দাম নিয়ন্ত্রণে রাখা হউক।

স্মারকলিপিতে অধ্যক্ষের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলা হয়, আমরা আশা করছি, আপনি আমাদের যৌক্তিক অনুরোধ গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ