খালেদা জিয়াকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই: বুলু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৭, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই: বুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামী কারাগার থেকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। তিনি একটা সেক্টরের প্রধানের দায়িত্ব নিয়ে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আজকে সরকার অবৈধভাবে একজন মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রীকে অবৈধভাবে কারাগারে বন্দি করে রেখেছেন। অথচ হাজার হাজার দুর্নীতিবাজরা দেশে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া বেগম খালেদা জিয়ার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হয়ে তাকে কারাগারে বা গৃহবন্দী হিসেবে জীবন-যাপন করতে হচ্ছে। কক্সবাজার জেলা বিএনপি কর্তৃক বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো ব্যক্ত করেন।

বুধবার (৩ জুলাই) বিকাল ৩ টার সময় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া,কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মমতাজুল হক, কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম.মোক্তার আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল,কক্সবাজার জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ