খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যা বললেন বৃটিশ প্রতিমন্ত্রী – জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যা বললেন বৃটিশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১২:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১২:৪৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়ার চেষ্টা অব্যাহত রাখবে বৃটেন। নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিনের পাঠানো এক চিঠির জবাবে এমনটাই জানিয়েছেন বৃটেনের ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ান। ওই চিঠিতে তিনি বলেন, আমরা আশা করি যে খালেদা জিয়াসহ বাংলাদেশে যারা আটক আছেন তাদের মানবাধিকার নিশ্চিতে আন্তর্জাতিক অঙ্গীকার অনুযায়ী আচরণ করা হবে। বন্দি ব্যক্তিদের চিকিৎসা এবং বিচারিক প্রক্রিয়ার সততা ও স্বাধীনতা নিয়ে আমরা নিয়মিত বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখি। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়েও আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়ার চেষ্টা অব্যাহত রাখব।

চিঠি থেকে জানা যায়, মোহাম্মদ ফয়েজ উদ্দিন গত ১১ই আগস্ট বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে খালেদা জিয়ার বন্দিত্ব নিয়ে একটি চিঠি লিখেছিলেন। তার জবাবেই পাল্টা চিঠিটি পাঠান অ্যান মারি ট্রিভেলিয়ান। এতে তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্টে বৃটেন উদ্বিগ্ন। বৃটিশ সরকারের ‘হিউম্যান রাইটস প্রায়োরিটি কান্ট্রি’ তালিকার একটি দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশ সরকারের কাছে আটক ব্যক্তিদের চিকিৎসা সহ মানবাধিকার ইস্যুতে নিয়মিত উদ্বেগ জানিয়ে আসছি। গত ২৩শে জুন আরেক চিঠিতে আমি বলেছিলাম যে, বৃটেন বাংলাদেশ সরকারকে প্রকাশ্যে এবং একান্তে মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার গুরুত্বের উপর জোর দিতে থাকবে।
চিঠির শেষে অ্যান মারি ট্রিভেলিয়ান বলেন, বৃটেন এই উদ্বেগগুলি মোকাবেলায় বাংলাদেশ সরকারের সাথে সম্পৃক্ততা অব্যাহত রাখবে এবং একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে সমর্থন দিয়ে যাবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ